অভিনয় থেকে আগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন। এবার গানবাজনা থেকেও নিজেকে প্রত্যাহার করে নেওয়ার আভাস দিয়েছেন তাহসান খান। এর পেছনে অন্যতম ফ্যাক্টর হিসেবে তুলে ধরেছেন, ‘মেয়ে বড় হচ্ছে’! মানে তাহসান-মিথিলা সংসারের একমাত্র সন্তান আইরার কথা বোঝাতে চাইলেন তাহসান। যদিও বিচ্ছেদ পরবর্তী সময়ে আইরা বড় হচ্ছে মায়ের সঙ্গেই! অন্যদিকে চলতি বছরই মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে সংসার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তাহসান খান। তবুও কেন গান-বাজনা বন্ধের জন্য একমাত্র ‘কন্যা’কে দাঁড় করালেন, সেটা নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে এসব ইকুয়েশন ছাপিয়ে ২২ সেপ্টেম্বর সকাল থেকে বড় খবর হয়ে ধরা দিয়েছে তাহসানের এমন ঘোষণা। মানে এটাই তার শেষ কনসার্ট কিংবা দ্রুতই গান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে বেশিরভাগ ভক্ত-সমালোচক-বন্ধুরা বিস্মিত! তাহসান খান ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদযাপন করতে বর্তমানে...