এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ে নায়ক অভিষেক শর্মা। ৩৯ বলে ৭৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে ৬ উইকেটে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচে ফল ছাপিয়ে দেখা গেছে অন্য বিতর্কও। মাঠে তর্কে জড়িয়েছিলেন ভারতের অভিষেক শর্মা ও পাকিস্তানের হারিস রউফ। ম্যাচের পর সেটার কারণও জালানেল ভারতের তরুণ ওপেনার। ম্যাচে পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে ভারতীয় ওপেনার অভিষেক ও শুভমন গিলের উত্তপ্ত কথাযুদ্ধ দেখা যায়। মাঠের বাইরে রাজনৈতিক টানাটানির প্রভাব মাঠেও যেন ছিল। হাত মেলাতে অস্বীকৃতি জানানো থেকে শুরু করে দর্শকদের ব্যাট দেখিয়ে রউফের ভিন্ন ভঙ্গি- সবমিলিয়ে ম্যাচজুড়ে ছিল বাড়তি উত্তাপ। অভিষেক পরে জানিয়েছেন, পাকিস্তান বড্ড বেশি বাড়াবাড়ি করছিল। ব্যাট হাতে সেটারই জবাব দিয়েছেন। বলেছেন, ‘পাকিস্তানের বোলাররা বেশি বাড়াবাড়ি করছিল। কোন কারণ ছাড়াই আমাদের দিকে তেড়ে...