গাজা উপত্যকাজুড়ে হামলা জোরদার করেছে ইসরায়েল। এর অংশ হিসেবে রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটির সাবরা এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে একই পরিবারের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। এলাকাটি ধ্বংস ও দখলের পরিকল্পনার অংশ হিসেবে আগস্টের শেষদিকে ওই অঞ্চলে প্রবেশ শুরু করে ইসরায়েলি ট্যাঙ্ক। ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে সাবরা এলাকার বেশ কিছু বাড়িতে বোমা ফেলা হয়। হামলার পর ধ্বংসস্তূপ থেকে অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জরুরি সেবা বিভাগের কর্মী ও স্থানীয়রা হাত দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে জীবিত মানুষদের খুঁজছেন। ঘটনাস্থলে থাকা পরিবার জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে অন্তত ৫০ জন আটকা পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে। আটকে থাকা অন্যদের উদ্ধারে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে ফিলিস্তিনি পরিবারটি। তাদের দাবি, এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে...