খবর টি পড়েছেন :২৮২সব অঙ্ক বদলে গেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার মিঠুন মানহাস। তিনি জম্মু ও কাশ্মির ক্রিকেট এসোসিয়েশনের প্রশাসক হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।বিসিসিআই-এর নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন সাবেক অধিনায়ক এবং সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সেজন্য বেঙ্গল ক্রিকেট এসোসিয়েশনের প্রশাসকের দায়িত্বে ফিরেছিলেন। তার সঙ্গে সাবেক ক্রিকেটার হরভজন সিং এবং কিরণ মোরে ছিলেন আলোচনায়।শনিবার ক্ষমতাসীন বিজেপির শীর্ষস্থানীয় নেতা ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দিল্লিতে বিসিসিআই-এর পরবর্তী প্রেসিডেন্ট পদ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এক সভা ডাকেন। ওই সভায় সবুজ সংকেত পেয়েছেন মানহাস। রোববার তিনি বিসিসিআই সভাপতি পদের জন্য মনোনয়ন দাখিল করেন।ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, সৌরভ গাঙ্গুলি, হরভজন সিংরা ওই সময় দিল্লিতে অবস্থান করছিলেন। তবে অমিত শাহর সভায় অংশ নিয়েছিলেন কিনা তা নিশ্চিত...