ঝালকাঠি: কাঁঠালিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চেচঁরী রামপুর ইউনিয়নের রামপুর এলাকার একটি বন্ধ চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ডিবি সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) হারুনার রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে উত্তর চেচঁরী গ্রামের কাইয়ুম হাওলাদারের ছেলে পলাশ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে শার্টের বুক পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার ওসি মো. সেলিম উদ্দিন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিবি সূত্র নিশ্চিত...