বার্সেলোনার জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের গোল্ডেন রুলে শাস্তির মুখোমুখি হলেন সদ্য ধারে আসা ইংলিশ তারকা মার্কাস র্যাশফোর্ড। শৃঙ্খলার ব্যাপারে কড়াকড়ি নিয়ম ফ্লিকের। র্যাশফোর্ড দেরি করেছেন দলের অনুশীলনে অংশ নিতে। ফ্লিকের শাস্তি, গেটাফের বিপক্ষে বার্সার একাদশে না রেখে বসিয়েছিলেন বেঞ্চে। চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল বার্সেলোনা। সে ম্যাচে র্যাশফোর্ডের থেকে এসেছিল দুই গোল। চ্যাম্পিয়ন্স লিগের সূচনায় ২৭ বর্ষী র্যাশফোর্ডের পারফরম্যান্স নিয়েও খুশি ফ্লিক। ফ্লিক বলেছেন, ‘আমি তার জোড়া গোলের জন্য অবাক হইনি। মনে করি র্যাশফোর্ড একজন দুর্দান্ত খেলোয়াড়। বিশেষ কৌশল আছে তার, ফিনিশিংও তেমন। যা ভাবা যায় না।’ শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা নিয়ে বার্সেলোনার জার্মান কোচ বেশ...