ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে নানা অনিয়ম ও অসঙ্গতির ১১টি অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ উত্থাপন করা হয়। সেখানে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামিম বলেন, তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ জানালেও প্রশাসন সমাধানের উদ্যোগ নেয়নি। তারপরও শিক্ষার্থীদের ভালোবাসা ও আস্থায় আমরা কাজ চালিয়ে যাচ্ছি। জয়-পরাজয় যাই হোক, আমরা শিক্ষার্থীদের পাশে থাকব। ডাকসুর সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, নির্বাচন শেষ হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে। লিখিতভাবে অভিযোগ জানালেও আমাদেরকে এড়িয়ে যাওয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীদের সামনে বিষয়গুলো তুলে ধরছি। ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষ থেকে উত্থাপিত ১১টি অভিযোগ হলো— ১. ভোটারকে...