ঢাকা: দীর্ঘ ২৩ মাসেরও বেশি সময় ধরে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস উৎখাত ও জিম্মি মুক্তির নামে প্রতিদিনই অবরুদ্ধ এই উপত্যকায় চলছে নারকীয় হত্যাযজ্ঞ। দীর্ঘদিন নীরব থাকলেও শেষ পর্যন্ত পশ্চিমা বিশ্বের টনক নড়েছে। যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের প্রভাবশালী তিন দেশ—যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।বিশেষত যুক্তরাজ্যই ছিল ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির অন্যতম মূল কারিগর। কানাডা ও অস্ট্রেলিয়াও ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। এই স্বীকৃতির কয়েক ঘণ্টার মধ্যেই ইউরোপের আরেক দেশ পর্তুগালও তাদের দলে যোগ দেয়।এতে চরম ক্ষোভে ফুঁসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে মিত্রদের এমন সিদ্ধান্তের “উপযুক্ত জবাব” দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।অন্যদিকে ট্রাম্প এসব স্বীকৃতিকে “নাটকীয় প্রদর্শনী” বলে মন্তব্য করেছেন...