ক্যাম্পাসে সব একাডেমিক ভবনের ফটকে তালা দেওয়া। প্রশাসন ভবনেও তালা ঝুলছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা কম। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে কর্মকর্তাদের ঘোষিত কমপ্লিট শাট ডাউন চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। উপ-উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্চিত করার ঘটনায় কমপ্লিট শাট ডাউন ঘোষণা করেছেন শিক্ষক-কর্মকর্তারা। সরেজমিনে দেখা যায়, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা পাশের আমতলায় অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন। জড়িতদের বিচার চেয়ে মানবন্ধন করেছেন শিক্ষক-কর্মকর্তারা। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা। মানবন্ধনে শিক্ষক-কর্মকর্তারা বলেন, গত শরিবার বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আর ঘটেনি। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে সরবেন না। মানবন্ধনে ইউনির্ভাসিটি টিচার্চ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, “সালাহউদ্দিন আম্মার এবং তার সহযোগীরা...