একাধিক দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে।সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে এই রুটগুলোর বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই রুটের বাস চলাচল বন্ধ থাকবে।বাসচালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে ১ হাজার ৩৫০ টাকা, সুপারভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেয় বাস মালিকরা। বিগত ১৫ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে, ছেলেমেয়েদের পড়াশোনা করাতে পারছেন না। এই সমস্যাগুলো নিয়ে দফায় দফায় বাস মালিকদের সঙ্গেও আলোচনায় বসে বেতন বৃদ্ধির বিষয়ে কোনো সমাধান হয়নি।তাই সব...