নিখোঁজের এক সপ্তাহ পর কক্সবাজারের টেকনাফে খাল থেকে ভাসমান অবস্থায় রোহিঙ্গা এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত উদ্ধার সাজেদা আক্তার (২০) উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিম উল্লাহ’র মেয়ে। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নেই লেদা এলাকার লামার পাড়া খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর। আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, সন্ধ্যায় টেকনাফের লেদায় লামার পাড়া খালে এক তরুণীর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে খালে ভাসমান অবস্থায় উদ্ধার করে মরদেহটি। ওসি বলেন, মরদেহের সঙ্গে থাকা একটি পরিচয়পত্র পাওয়া গেছে। সাজেদা আক্তার উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ওসি আরও বলেন, মৃতের শরীরে বিভিন্ন...