২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পিএম যশোরের শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় আহসান উল্লাহ (৫২) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান উল্লাহ উপজেলার মাটি পুকুর গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে। তিনি আফিল জুট মিলে নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাতে ডিউটি শেষে নৈশ প্রহরী আহসান উল্লাহ বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়েন তিনি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক আফ্রিদী ও সাথে থাকা মাহমুদুল হাসান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে...