২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম নগর উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মাগুরা পৌরসভা মিলনায়তনে ৯ টিকে উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাইলট প্রকল্প অবহিতকরণ/ অংশীজন সভা সোমবার ২২ সেপ্টেম্বর সকালে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরা পৌরসভার প্রশাসক আব্দুল কাদের। গৃহায়ন ও নগর উন্নয়ন অধিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তর এ সভার আয়োজন করে। সভায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রকল্পের কনসালটেন্ট মোঃ জামাল উদ্দিন, নগর উন্নয়ন ডাইরেক্টটরেট প্রকল্প পরিচালক ড, ফজলুল হক উপস্থিত অংশীজনদের দীর্ঘমেয়াদী এ প্রকল্পের বিস্তারিত বিষয় অবহিত করেন। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, মাগুরা পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন, আহসান হাবীব কিশোর মাগুরা জেলা জামায়াতের আমীর এমবি বাকের, মাগুরা...