২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হল সংসদ নির্বাচন ২০২৫–এ অনিয়মের অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কালক্ষেপণের অভিযোগ করেছেন পরাজিত ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন তারা। প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, নির্বাচনকালীন সময়ে নানাবিধ জালিয়াতি ও অসঙ্গতির প্রমাণ গণমাধ্যমে প্রকাশিত হলেও লিখিত আবেদন দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বরং আশ্বাস দিয়েও তারা ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছেন। আবিদুল ইসলাম খান বলেন, নির্বাচনের আগে পোলিং এজেন্টের তালিকা যথাসময়ে প্রকাশ না করা, ভোটের দিন ৮টির পরিবর্তে ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ, পোলিং অফিসার নিয়োগে অস্পষ্টতা এবং নিরাপত্তা দায়িত্বে থাকা বিএনসিসি, রোভার স্কাউট ও গার্লস গাইডের ভূমিকা নিয়েও...