২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর মাহমুদুল ইসলাম বিশাল (২১) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বলবদ্র নদীর ফান্দাউক ব্রিজের পাশে মরদেহটি পাওয়া যায়। বিশাল ফান্দাউক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে এবং ঢাকার সিদ্বেশ্বরী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিল। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, বিশাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ওষুধ আনার কথা বলে ফান্দাউক বাজারে যায় এবং আর বাড়ি ফিরে আসেনি। স্বজনরা তাকে খুঁজেও পাইনি, এরপর রোববার (২১ সেপ্টেম্বর) থানায় সাধারণ ডায়রি করা হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি...