বগুড়ার শেরপুরে বিক্রির চেষ্টাকালে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৯০ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই পাচারকারী গ্রেফতার হয়েছে। র্যাব-১২ বগুড়া কোম্পানীর সদস্যরা রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের সোনালী পুকুর পাড়ের মাছের খাদ্য মজুদের মেশিন ঘর থেকে মূর্তিটি উদ্ধার ও দু’জনকে গ্রেফতার করেন। র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন। গ্রেফতার দুই পাচারকারী হলেন- বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া ফরেষ্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিন সরকারের ছেলে, পুকুরের লিজ গ্রহিতা আবুল বাশার রুবেল (৫৫) ও তার সহযোগী, সিরাজগঞ্জ সদরের রাঙ্গালিয়াগাঁতি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক সরকারের ছেলে আল আমিন সরকার (৪৮)। র্যাব সূত্র ও এলাকাবাসী জানায়, প্রায় এক বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ...