গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, টাকা-পয়সার লেনদেন এবং প্রভাবশালী সিন্ডিকেটের সরাসরি সম্পৃক্ততার। এ নিয়ে সাধারণ চাকরি প্রত্যাশীরা গভীর ক্ষোভ প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া বাতিল, মহাপরিচালক জায়েদ কামালের অপসারণ এবং দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে সাধারণ চাকরি প্রত্যাশীদের ব্যানারে এই দাবি উপস্থাপন করা হয়। সাধারণ চাকরি প্রত্যাশীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন ইমন, রাব্বানী, জুলহাজসহ আরও বেশ কিছু বিক্ষুব্ধ চাকরিপ্রার্থী। নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও ঘুষ লেনদেনের অভিযোগ করে চাকরি প্রত্যাশীরা জানান, পরীক্ষার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে টাকা লেনদেনের অডিও ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, নিয়োগ নিশ্চিত করতে ১৮ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঘুষ...