জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার একটি জরুরি বৈঠকে বসছে রাশিয়ার যুদ্ধবিমান কর্তৃক এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি নিয়ে। এস্তোনিয়া এবং জাতিসংঘের কর্মকর্তারা রোববার এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকটি আহ্বান করেছে এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ফিনল্যান্ড উপসাগরের ওপর দিয়ে তিনটি রুশ মিগ-৩১ যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করে এবং ১২ মিনিট অবস্থান করে। পরে ন্যাটোর জঙ্গি বিমান ওই রুশ বিমানের গতিপথ আটকে দেয়। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাহকনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, রাশিয়ার এমন আচরণ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তার মৌলিক নীতিকে ক্ষুণ্ন করে। তিনি বলেন, এই ঘটনা যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একজন স্থায়ী সদস্যের দ্বারা সংঘটিত হয়, তখন তা অবশ্যই ওই পরিষদেই তুলতে হবে। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই বৈঠকে ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনের “সরাসরি, বেপরোয়া ও স্পষ্ট” ঘটনাটি আলোচনার জন্য...