প্রবাসে বাঙালি সংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে এবং বহু সংস্কৃতির থাবা থেকে আমাদের নতুন প্রজন্মকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ক্যালগেরির বাংলা এনসেম্বল মঞ্চস্থ করল তাদের ‘ত্রিমাত্রিক’ পরিবেশনা। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে প্রবাসেও যে নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, ‘ত্রিমাত্রিক’-এর পরিবেশনায় তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। ‘ত্রিমাত্রিক’-এর প্রথম পর্বে ছিল স্বপন গাঙ্গুলী রচিত শ্রুতি নাটক পাকা দেখা। দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় স্যার আর্থার কোনান ডয়েলের লেখা মূল গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য স্টকব্রোকার্স ক্লার্ক অবলম্বনে অডিও ফিকশন ১২৬ বি কর্পোরেশন স্ট্রিট এর প্রিমিয়ার শো। নাট্যরূপ: মুসফেক সালেহীন। তৃতীয় পর্বে পরিবেশিত হয় মামুনুর রশীদ রচিত, নির্দেশিত ও অভিনীত নাটক তুম্বা এবং প্রতিবেশী। জীবনের প্রতিটি মুহূর্তই যেন এক শঙ্কা, এক প্রতিযোগিতা। শারীরিক বা মানসিক, পারিবারিক বা সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক—যাই বলি না...