জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে সোমবার ফ্রান্স ও সৌদি আরব বিশ্বের কয়েক ডজন নেতার সঙ্গে শীর্ষ বৈঠক করে তাদের ফিলিস্তিন সমস্যার দ্বি-রাষ্ট্রীক সমাধানের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানাবে। ওই নেতাদের মধ্যে বেশ কয়েকজন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স লিখেছে, ফ্রান্স ও সৌদি আরবের এই পদক্ষেপে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই শীর্ষ সম্মেলনকে একটি ‘সার্কাস’ বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ওই সম্মেলন বর্জন করবে। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেছেন, “এটি ভাল হবে বলে আমরা মনে করছি না। আমাদের ধারণা এটি আসলে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে।” ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এর সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশকে নিজ সীমানায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে দ্বিপাক্ষিক...