চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ৪১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার চাকসুর ওয়েব সাইটে এ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। মনোনয়ন জমাদানকারীদের মধ্যে ভিপি পদে ২৩ জন, জিএস এবং এজিএস পদে ২১ জন করে প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ তিনটি পদে যথাক্রমে ২৫ ও ২২ জন করে মনোনয়ন জমা দিয়েছিলেন। চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, প্রাথমিক যাচাই বাছাই শেষে ১৯ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা পুনরায় যাচাই বাছাইয়ের আবেদন করতে পারবে। প্রধান তিনটি পদ ছাড়া অন্যান্য পদের মধ্যে খেলাধূলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সহ-খেলাধূলা ও ক্রীড়া বিষয়ক সাম্পাদক পদে ১২, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা...