ভক্তদের হতবাক করে দিয়ে বিষ্ময়কর এক ঘোষণা দিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান। বর্তমানে অস্ট্রেলিয়া সফর করছেন এই তারকা। সেখানে মেলবোর্নে তার শেষ কনসার্টে ঘোষণা দিলেন তিনি। অভিনয় ছাড়ার ঘোষণার পর তিনি এবার সংগীত ক্যারিয়ারও ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন। তার বক্তব্যে মিশে ছিল আবেগ, কৃতজ্ঞতা ও বিদায়ের সুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেজের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে তাহসান বলছেন, ‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’ কনসার্টে তিনি আরও জানান, এরই মধ্যে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন। এই ঘোষণার পর অনেকেই খুঁজে দেখেছেন, সত্যিই তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট অ্যাক্টিভ নেই। প্রিয় শিল্পীর এই বিদায়ের সুরে...