এমন দুর্ঘটনার খবর নতুন নয়। পত্রিকার পাতায় তাকালেই অহরহ শোনা যায়। অনেক কারণেই এসি বিস্ফোরণ ঘটতে পারে। তারের ইনসুলেশন ক্ষতিগ্রস্ত হলে কিংবা ঢিলা সংযোগ থাকলে স্পার্ক তৈরি হতে পারে। অতিরিক্ত লোডে বা মানহীন তার ব্যবহারে শর্টসার্কিটের ঝুঁকি বেড়ে দুর্ঘটনা ঘটতে পারে। আবার কম্প্রেসরের সমস্যাও হতে পারে। গ্যাস লিকেজও হতে পারে। এসব ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রথমেই এসি ইনস্টলেশন সঠিকভাবে করুন। একজন দক্ষ টেকনিশিয়ান ছাড়া এসি ইনস্টলেশন করবেন না। সেই সঙ্গে মানসম্মত যন্ত্রাংশ ব্যবহার করুন। ক্যাপাসিটার, তার, কম্প্রেসরসহ প্রতিটি যন্ত্রাংশ ব্র্যান্ডেড ও টেস্টেড কিনুন। এরপর সঠিক ভোল্টেজ ব্যবহার করুন। ভোল্টেজ ওঠানামা ঠেকাতে ভোল্টেজ স্ট্যাবিলাইজার বা সার্কিট ব্রেকার ব্যবহার করুন। সেই সঙ্গে ফিল্টার, কয়েল ও পাইপ পরিষ্কার রাখুন। গ্যাস লিকেজ চেক করুন। যদি অস্বাভাবিক গন্ধ বা শিসের মতো শব্দ শুনতে পান,...