পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত আমিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। তিনি হাজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় একটি বেকারিতে কাজ করতেন। পথচারী জিসান জানান, সকালে বাইসাইকেল নিয়ে আমিন কাজী আলাউদ্দিন সড়ক দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বৃষ্টির পানি জমে থাকা স্থানে বাইসাইকেল নিয়ে পড়ে গিয়ে বিদ্যুতায়িত হন। আশপাশের কয়েকজন তাকে বাঁশ ব্যবহার...