কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে রবিবার বিকেলে কলাগাছের ভেলা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কুড়িগ্রাম সদর উপজেলায় হয়ে গেলো পাঁচ দিনব্যাপী নৌকা বাইচের আদলে কলাগাছের ভেলার বাইচ প্রতিযোগিতা। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় ছড়ায় প্রতিযোগিতার ফাইনাল খেলার আয়োজন করেন স্থানীয়রা। ব্যতিক্রম এ খেলা উপভোগ করেছেন বিভিন্ন বয়সী হাজারো মানুষ। গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নেয় ভোগডাঙ্গাসহ পার্শ্ববর্তী ইউনিয়নের ১৮টি দল। একটি ভেলায় চার থেকে পাঁচজন প্রতিযোগী ছিলেন। রবিবার বিকেলে ফাইনাল খেলায় সুযোগ পায় গরীবের বন্ধু, দশের দোয়া, বটতলী এক্সপ্রেসসহ পাঁচটি দল। ফাইনালে দশের দোয়া দলকে হারিয়ে বিজয়ী হয় গরীবের বন্ধু ভেলা দল।আরো পড়ুন:রাবিতে প্রযুক্তি প্রেমীদের নিয়ে ‘রোবটিড ২.০’ঝালডাঙ্গা বিলে নৌকা বাইচ, দর্শকদের ঢল আয়োজকরা জানান, প্রতিযোগিতার বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে...