কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধ এবং পশ্চিম তীরে দখলদারির বিরুদ্ধে এই সিদ্ধান্ত তাদের এক প্রতীকী প্রতিবাদ। রবিবার এই ঘোষণার পর ধারণা করা হচ্ছে, ফ্রান্স, পর্তুগালসহ আরও কয়েকটি দেশও শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এই ঘোষণায় ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান এই স্বীকৃতিকে "সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার" কাজ বলে মন্তব্য করেছেন। অধিকৃত পূর্ব জেরুজালেমে এক সমাবেশে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনও হবে না। বিশ্লেষকরা বলছেন, এই স্বীকৃতি যদিও অনেক শিরোনাম তৈরি করেছে, কিন্তু বাস্তব পরিবর্তনের সম্ভাবনা খুবই সীমিত। ফিলিস্তিনে চলমান দখল, হত্যা ও বাস্তুচ্যুতির বিরুদ্ধে এটি একমাত্র প্রতীকী জবাব। ফিলিস্তিনি রাজনীতিবিদ ও গবেষক রিদা আবু রাস বলেন, এই স্বীকৃতিগুলো গুরুত্বপূর্ণ, কারণ এ পর্যন্ত এসব দেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ...