২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পিএম সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শিশুদের স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করতে স্কুলগুলোতে অনলাইন খাবার সরবরাহ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। নতুন নীতির আওতায় অভিভাবকদের সন্তানদের জন্য খাবার পাঠাতে হলে তা সরাসরি স্কুলের রিসেপশনে জমা দিতে হবে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস (যেমন তালাবাত, নুন ইত্যাদি) স্কুল এলাকায় সম্পূর্ণ নিষিদ্ধ। স্কুলগুলোতে অভিভাবকরা সরাসরি রিসেপশনে গিয়ে আন্ডারটেকিং ফর্মে স্বাক্ষর করে খাবার জমা দিতে পারেন। এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে খাবারের নিরাপত্তা, অ্যালার্জি এবং সাংস্কৃতিক পছন্দগুলো রক্ষা করা যায়। উডলেম এডুকেশনের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর নুফাল আহমেদ জানান, “আমাদের ক্যান্টিন এমওএইচ মানসম্মত খাবার সরবরাহ...