২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম দক্ষিণ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাতভর বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাঝারি বৃষ্টি অব্যাহত থাকায় সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতিও ছিল কম। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রোববার (২১ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বরিশালে ৪৬ মিলিমিটার এবং ভোলায় ৪১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এরপর সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে বরিশালে আরও প্রায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) নাগাদ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘণীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে ভোলা ও বরগুনার মেঘনা, সুরমা, বিষখালী ও বলেশ্বর নদ-নদীর...