মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর বিদেশি সাংবাদিকদের ভবিষ্যৎ নিয়ে একধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি ট্রাম্প এক অস্ট্রেলীয় সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হলে তার সহকর্মীরা বিষয়টিকে একটি সতর্কবার্তা হিসেবে নিয়েছেন। ট্রাম্প প্রশাসন বিদেশি সাংবাদিকদের জন্য ভিসা নীতি কঠোর করার পরিকল্পনা করছে। এছাড়া তাদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে হুঁশিয়ারি আসছে, যা বিদেশি সাংবাদিকদের ওপর চাপ বাড়াচ্ছে। সম্প্রতি হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের এক সাংবাদিক ট্রাম্পকে তার ব্যবসায়িক বিষয় নিয়ে প্রশ্ন করেন। এতে ট্রাম্প খুবই বিরক্ত হন। সাংবাদিক জন লিয়ন্সকে ট্রাম্প বলেন, ‘আমার মতে, আপনি অস্ট্রেলিয়ার অনেক ক্ষতি করছেন। তারা আমার সঙ্গে ভালো সম্পর্ক চায়। আপনাদের নেতা খুব শিগগিরই আমার সঙ্গে দেখা করতে আসছেন। আমি তাকে আপনার ব্যাপারে সব জানাব। আপনি একটা বাজে পরিবেশ তৈরি করছেন।’ এই ঘটনা ওয়াশিংটনের সংবাদমাধ্যমে...