গাইবান্ধা কেন্দ্রীয় কারাগারের আবু বক্কর সিদ্দিক (৭০) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে গাইবান্ধা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া কয়েদি আবু বক্কর সিদ্দিকের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি কঞ্চিপাড়া ইউনিয়নে পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন। নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন থেকে নিহত আবু বক্কর সিদ্দিক নানা অসুস্থতায় ভুগছিলেন। গোবিন্দগঞ্জ বিএনপির কার্যালয় ভাংচুর ও হামলার আসামি ছিলেন তিনি। গত ১ সেপ্টেম্বর পুলিশ তাকে আটক করেন। জেল সুপার আনোয়ার হোসেন জানান, নিহত আবু বক্কর সিদ্দিক ভাঙচুর ও অগ্নিসংযোগ...