সিঙ্গাপুরে সরকারিভাবে তরুণ দম্পতিরা হাউজিং স্কিম থেকে ভর্তুকি পায়, ফলে স্বল্প বয়সেই ফ্ল্যাট কেনা সম্ভব হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে সহজ শর্তে সরকারি-বেসরকারি হোম লোনের সুযোগ থাকলে এই বয়সে আর্থিক নিরাপত্তা অনেক বেড়ে যাবে।চতুর্থ ধাপ (৩৫–৪৫ বছর): আর্থিক স্থিতির যুগএই সময়ে আয় বাড়ে, কিন্তু খরচও বহুগুণে বৃদ্ধি পায়। দ্বিতীয় সন্তান আসে, সন্তানের স্কুলে ভর্তি, অ্যাপার্টমেন্ট বা গাড়ি কেনা, উচ্চতর ডিগ্রি বা বিদেশে পড়াশোনার জন্য সঞ্চয় তৈরি করা অপরিহার্য হয়ে ওঠে।এ সময়েই বীমা, স্বাস্থ্যসেবা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে খুচরা পুঁজিবাজারে ৭০ শতাংশ বিনিয়োগকারীর বয়স ৪৫ বছরের নিচে। সুতরাং পরিবারগুলো যদি সন্তানদের উচ্চশিক্ষা এবং নিজেদের বার্ধক্যের জন্য এই বয়সেই পরিকল্পনা গ্রহণ করে, তাহলে ভবিষ্যতের চাপ অনেকটাই কমবে।যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, পোল্যান্ড ও আয়ারল্যান্ডের মতো দেশগুলোতে এই বয়সের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে রিটায়ারমেন্ট পেনশন চালু হয়।...