ময়মনসিংহের ভালুকার দেড় বছরের শিশু আছিয়া আক্তার খেলায় মগ্ন হলেও ভিতরে ভিতরে লড়ছে মরণব্যাধি ব্রেইন ক্যান্সারের সঙ্গে। নিষ্পাপ চোখের দৃষ্টির আড়ালে লুকিয়ে আছে অশেষ যন্ত্রণা, আর পরিবারটি দাঁড়িয়ে আছে চরম অসহায়ত্বের দেয়ালে। প্রায় এক বছর আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হয় আছিয়া। স্থানীয় চিকিৎসকেরা টাইফয়েড শনাক্ত করলে তাকে ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই প্রথম ধরা পড়ে তার চোখে টিউমার। পরে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ইসলামিয়া চক্ষু হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা করানো হয়। চিকিৎসকেরা জানান, চোখের টিউমার ছড়িয়ে পড়েছে ব্রেইনে এখন তা ক্যান্সার আকারে দেখা দিয়েছে। শিশুটির বাবা জালাল উদ্দিন একজন দিনমজুর। ধারদেনা করে এতদিন মেয়ের চিকিৎসা চালিয়ে এলেও এখন আর পেরে উঠছেন না। চিকিৎসকেরা জানিয়েছেন, আছিয়াকে বাঁচাতে জরুরি দুটি অপারেশন করতে হবে, যার খরচ প্রায় তিন লক্ষ...