চট্টগ্রাম:চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ‘পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযান ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিআইইউ’র জামালখান ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল-‘পরিচ্ছন্ন রাখি-চট্টগ্রাম নগরী’। চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় এবং সিআইইউ ও ইয়ংওয়ান করপোরেশনের যৌথ আয়োজনে এই সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ইয়ংওয়ান করপোরেশন ও কোরিয়ান ইপিজেড এর চেয়ারম্যান ও সিইও কিহাক সুং। এছাড়াও অতিথি ছিলেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। স্বাগত বক্তব্য দেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মাহমুদুল হক। অনুষ্ঠানে নগর পরিচ্ছন্নতা বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সিআইইউ...