ম্যাচের আগে নানান আলোচনা আর কথার লড়াই। কিন্তু মাঠের লড়াইয়ে সেই একই পরিণতি। গ্রুপ পর্বের মতো সুপার ফোরের ম্যাচেও ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৭১ রান তুলেছিলেন সালমান আলী আঘারা। রান তাড়ায় আভিষেক শার্মার ৭৪ রানের তাণ্ডবে ভর করে ৭ বল আর ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় ভারত। ভারত-পাকিস্তান মাঠের লড়াই রাতে থেমে গেলেও বিতর্ক থামছে না। এবার বিতর্কের কেন্দ্রে ফখর জামানের আউট। ওই আউটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। তাঁর মতে, বল উইকেটকিপার সাঞ্জু স্যামনের গ্লাভসে যাওয়ার আগে মাটিতে বাউন্স করেছে। বিতর্কিত ঘটনাটি ঘটেছে পাকিস্তান ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে। পাকিস্তানের স্কোরবোর্ডে তখন ২১ রান। আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করা ফখর জামান ৩ চারে ১৫ রানে ব্যাটিং করছেন। হার্দিক...