রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। সেইসঙ্গে ছিল বজ্রপাত। সকাল থেকে টানা মুষলধারে বৃষ্টিতে ঢাকার বেশির ভাগ রাস্তায় পানি জমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এদিকে সকালে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।সোমবার ( ২২ সেপ্টেম্বর) সকালে হাফিজুর রহমান গণমাধ্যমে বলেন, এই লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা নেই। তবে আগামী বুধবার (২৪ তারিখ) যে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এতে বৃষ্টি বাড়বে কি না, সেটা পরে জানা যাবে।তিনি আরও বলেন, ঢাকায় সোমবার ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে রোববার রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের...