দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। দীর্ঘ ২৫ বছরের সংগীত ভ্রমণের বিশেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে আয়োজন করা হয়েছে তাঁর কনসার্ট। সেখানকার এক অনুষ্ঠানে হঠাৎ করেই উঠে এল অবসর প্রসঙ্গ। সেখানে তাহসান বলেন, ‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে কি আর ভালো লাগে?’ এমন ঘোষণার পরই ভক্তরা চমকে ওঠেন। জানা গেছে, এরইমধ্যে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন তিনি। যোগাযোগ করা হলে তাহসান ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘কনসার্ট না করার ঘোষণাটা ঠিক আছে। তবে অস্ট্রেলিয়া থেকে নয়, কনসার্টের অবসরটা আমি ঢাকা থেকে নেব। ঢাকায় একটি কনসার্ট আছে, দেশে ফিরে সেটায় অংশ নেব। আশা করছি, এটাই আমার শেষ কনসার্ট হবে।’ আসলে বেশ কিছুদিন ধরেই সরে যাচ্ছিলেন আলোচনার...