সোমবার (২২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, রোববার রাত ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকাল থেকে সরেজমিনে ঘুরে ও খোঁজ নিয়ে জানা যায়, ভারী বর্ষণে রাজধানীর মিরপুর, মতিঝিল, আরামবাগ, মগবাজার, মৌচাক, খিলগাঁও, রাজারবাগ, মালিবাগ, ধানমন্ডি, গ্রিন রোড, বিজয় স্মরণী, বংশাল, শান্তিনগর, ফার্মগেট, বনানী, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঝড়ে কোথাও কোথাও সড়কে উপড়ে পড়েছে গাছ। এতে সড়কে যানবাহনের গতি হয়ে গেছে ধীর। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ে আছে সড়কে। এতে রাজধানীর বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সকাল সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে থাকার খবর পাওয়া গেছে। জলাবদ্ধতা ও যানজটের কারণে বিপাকে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষজন। বিশেষ করে শিক্ষার্থী ও...