কক্সবাজারের টেকনাফের একটি দুর্গম পাহাড়ে মানব পাচার ও অপহরণ চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে বিভিন্ন সময়ে অপহৃত ও সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য রাখা অন্তত ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় অপহরণ ও পাচারকারী চক্রের সদস্যরা যৌথবাহিনীকে লক্ষ্য করে পাহাড় থেকে গুলি ও পাথর নিক্ষেপ করে। টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফ সীমান্ত দিয়ে মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বেড়েই চলেছে। এসব বন্ধে সব সময় সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে বিজিবি ও র্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়।...