ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে) পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটালো ত্রিনবাগো নাইট রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো সিপিএলের শিরোপা ঘরে তুলেছে তারা। ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অভিজ্ঞদের দৃঢ়তায় জয়ের পথ খুঁজে নেয় নাইট রাইডার্স। কিয়েরন পোলার্ড ও সুনীল নারিনের ছোট কিন্তু কার্যকর ইনিংসেই খেলা নিজেদের করে নেয় তারা। গায়ানার সমর্থনে ভরপুর গ্যালারির সামনে সিপিএল ইতিহাসে সবচেয়ে বয়স্ক একাদশ (গড় বয়স ৩৪ বছর ১১৭ দিন) নামায় ত্রিনবাগো। সেই বুড়োদের অভিজ্ঞতা কাজেও দিয়েছে। পোলার্ড, নারিন, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেলদের সঙ্গে ডাগআউটে ছিলেন ডোয়াইন ব্রাভোও। এই প্রথম নিজেদের ঘরের বাইরে শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। বল হাতে দুর্দান্ত শুরু এনে দেন রাসেল। কোয়েন্টিন স্যাম্পসনকে বাউন্সারে ফিরিয়ে দিয়ে আগ্রাসী মেজাজে নামেন তিনি। আকিল হোসেন দুর্দান্ত...