২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম সিরিয়ায় গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অক্টোবর মাসে। দেশটির অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে, ৫ অক্টোবর দেশের সব নির্বাচনী কেন্দ্রে একসঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এটি বাশার আল-আসাদের পতনের পর দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন হবে। নতুন নির্বাচনের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন ও আঞ্চলিক ও আন্তর্জাতিক বৈধতা অর্জনের চেষ্টা করা হচ্ছে। নির্বাচনের লক্ষ্য, সময় ও কারণ স্পষ্ট। ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে গণপরিষদ (People’s Assembly) নির্বাচন। মোট ২১০ আসনের মধ্যে এক-তৃতীয়াংশ আসন সরাসরি প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নিয়ন্ত্রণে থাকবে। বাকি আসনগুলো নির্বাচনী কমিশনের তত্ত্বাবধানে স্থানীয় কমিটিগুলোর মাধ্যমে নির্বাচিত হবে। নির্বাচন আয়োজনের কারণ হলো রাষ্ট্রীয় নীতি সংস্কার, অর্থনৈতিক আইন অনুমোদন এবং নতুন বৈদেশিক চুক্তি অনুমোদনের মাধ্যমে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন...