ঢাকা: প্রবল শক্তি নিয়ে হংকংয়ের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা, যা বহু বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়েছে। তার তাণ্ডবের আগেই অঞ্চলটি ব্যাপক সতর্কতা অবলম্বন করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্স।সংবাদ মাধ্যমটিতে বলা হয়, রাগাসার প্রভাব মোকাবিলায় হংকং আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার রাত থেকে ৩৬ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কান্তাস এয়ারওয়েজ জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সব যাত্রীবাহী ফ্লাইট স্থগিত থাকবে।হংকং, যা এশিয়ার একটি প্রধান আর্থিক কেন্দ্র, সুপার টাইফুনের আঘাতের প্রস্তুতি নিচ্ছে। কান্তাসের বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে যাত্রীদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।তবে হংকং এয়ারপোর্ট অথরিটির এক মুখপাত্র জানিয়েছেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং টাইফুন মোকাবিলায় প্রস্তুতি...