হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে আরও একটি নতুন ফিচার। এ ফিচারের নাম হচ্ছে—‘হোয়াটসঅ্যাপ মেসেজ রিমাইন্ডার’, যা সময় নিয়ে গুরুত্বপূর্ণ চ্যাটগুলো আবার মনে করিয়ে দেবে। চলুন জানা যাক কি আছে সেই অ্যাপে— হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে কোনো একটি জরুরি মেসেজ এসেছে। সেটি সময় স্বল্পতার কারণে সেই মুহূর্তে দেখতে পারছেন না। পরে ভালো করে দেখবেন বলে ভেবে রেখেছেন। কিন্তু পরে বেমালুম ভুলে গেলেন। আর যখন মনে পড়ল, ঠিক তখন তাড়াহুড়োয় শয়ে শয়ে মেসেজের ভিড়ে তা আর খুঁজেই পেলেন না। ঠিক তেমনই বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন হোক কিংবা অফিসের কোনো জরুরি বার্তা, যা একবার দেখে ভুলেই গেছেন এবং পরে সমস্যায় পড়েছেন, এমন ঘটনাও কম নয়। আপনার প্রতিদিনের ব্যস্ততায় সব কিছু মনেও থাকে না। এই মনে করিয়ে দেওয়ার দায়িত্বই নিচ্ছে হোয়াটসঅ্যাপ। আর এই 'হোয়াটসঅ্যাপ মেসেজ রিমাইন্ডার’ আপনার সময় ধরে...