ঢাকা: বাংলাদেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে চার দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি জানানোকে স্বাগত জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটি ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্লেষকরা মনে করছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্কে ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যু উত্তাপ ছড়াবে।ফিলিস্তিনের মানুষের দুর্ভোগ ৭৫ বছরেরও বেশি দীর্ঘ। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে অর্ধ লাখেরও বেশি শিশু রয়েছে। এই মানবাধিকার লঙ্ঘন ও হত্যাযজ্ঞে বিশ্ববাসী স্তম্ভিত।এমন পরিস্থিতিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রভাবশালী দেশগুলো—যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল—ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।একদিনে ফিলিস্তিনকে চার দেশের স্বীকৃতি দেয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর ইসরাইল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইলেও তা...