রংপুরের বদরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ প্রতাপ চন্দ্র দাস ও লাইকুর রহমান নামের দুজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত প্রতাপ চন্দ্র দাস ও লাইকুর রহমান পার্বতীপুর রংপুর মহাসড়কের মুকসুদপুর এলাকায় দিয়ে বাস করে রংপুরের যাওয়ার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রকের একটি দল তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা পান। এ সময় ওই দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী দায়ের করা মামলায় দুজনকে বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ- সার্কেল মিঠাপুকুর রংপুরের এস এম এলতাস উদ্দিন পরিদর্শক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পার্বতীপুর থেকে রংপুরগামী আদিসা নামের বাসে করে ইয়াবা নিয়ে আসছে। এমন খবর পেয়ে মোকসেদপুর...