৪. অপরিচিত আউটগোয়িং এসএমএস/কল। বটনেট বা আরএটি-এর লক্ষণ এই সমস্যা। ৫. ফোন অস্বাভাবিকভাবে গরম হওয়া। ক্রমাগত ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি চলতে থাকলে আপনি কাজ না করলেও ডিভাইস গরম হয়ে উঠতে পারে। ৬. অদ্ভুত পপ-আপ বা রিডাইরেক্ট। অ্যাডওয়্যার বা ফিশিং আক্রমণের ক্ষেত্রে এমনটা হয়। ৭. অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যকলাপ দেখলে সাবধান। ডিভাইস থেকে ক্রেডেনশিয়াল ফাঁস হওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রে সর্বাধিক। স্ক্রিন লক ও বায়োমেট্রিক অন রাখুন>> এজন্য প্রথমে সেটিংসে যান>> সেখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করুন>>এবার স্ক্রিন লকে গিয়ে পিন বা পাসওয়ার্ড বা প্যাটার্ন লক অন করুন।>> বায়োমেট্রিকসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক অপশন রাখুন। ফুল ডিভাইস এনক্রিপশন নিশ্চিত করুন>> এজন্য প্রথমে সেটিংসে যান>> সেখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করুন>> এবার এনক্রিপশন অ্যান্ড ক্রিডেনশিয়াল-এ গিয়ে করতে পারবেন এই কাজ।>> ডেভেলপার অপশন এবং ইউএসবি ডিবাগিং...