মার্কিন নাগরিকদের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অন্তত চার মার্কিন নাগরিক নিহত হয়েছেন।রোববার (২১ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বিনত জবেইলে একটি ইসরায়েলি ড্রোন হামলায় এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনই শিশু। নিহতদের নাম সেলিন, হাদি এবং আসিল। তারা সবাই একই পরিবারের সদস্য। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, রোববারের ওই হামলাটি একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্য করে চালানো হয়। হামলায় আরও দুজন আহত হয়েছেন।গাজা থেকে ইসরায়েলে রকেট হামলালেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরি জানিয়েছেন, নিহত শিশু ও তাদের পিতা মার্কিন নাগরিক ছিলেন। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা...