ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রভাবশালী চার পশ্চিমা দেশ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। সোমবার (২২ সেপ্টেম্বর) এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলোদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বাংলাদেশ জন্মলগ্ন থেকেই ফিলিস্তিনের পাশে রয়েছে। আমরা সবসময় ফিলিস্তিনি জনগণের সংগ্রামকে সমর্থন করেছি। তাই চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। এটি নিঃসন্দেহে একটি সুখবর। তৌহিদ হোসেন বলেন, আমরা ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসেছি, কাজেই চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এটা একটা সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে দেড়শো’র বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। তিনি বলেন, বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী...