ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হলেও বিষয়টি তদন্তে ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ডাকসুর পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খান বলেন, গত ডাকসু নির্বাচনে নানারকম জালিয়াতি ও অনিয়ম হয়েছে। ব্যবহৃত ব্যালট পেপারে কোনও ক্রমিক নম্বর ছিল না। এছাড়া নির্বাচনে কতটি ব্যালট পেপার ছাপানো হয়েছিল এবং কতটি অব্যবহৃত থাকলো, তাও প্রকাশ করা হয়নি। তিনি তার আনুষ্ঠানিক অভিযোগে আরও উল্লেখ করেন, আচরণবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় পোলিং অফিসাররা সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন এবং নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার...