২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পিএম পটুয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী দুমকিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা মো. জালাল আহমেদ, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. নাসির উদ্দীন জুয়েল, সরকারি জনতা কলেজের অধ্যাপক মো....