এ ছাড়া ভাঙ্গার আসন পুনর্বহালের জন্য ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশীর কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমানসহ পাঁচজন হাইকোর্টে রিট আবেদন করেন। পরে গত মঙ্গলবার নির্বাচন কমিশনের জারি করা আদেশ কেন অবৈধ হবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্ট এই রুলের জবাব দেওয়ার জন্য ১০ দিন সময় বেঁধে দেন।নিক্সনের উসকানিতে ভাঙ্গায় সহিংসতা : পুলিশজেলা প্রশাসকের সঙ্গে সভায় অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, গ্রেপ্তার ও হয়রানি না করার শর্তে ২০ ব্যক্তি গত শনিবার প্রথম পর্যায়ে ভাঙ্গার ইউএনওর সঙ্গে আলোচনায় বসেন। পরে তারা জেলা প্রশাসকের সঙ্গে বসতে রাজি হন।জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা শেষে ভাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রবিন সোহেল বলেন, জেলা প্রশাসক আমাদের বলেছেন, আপনাদের শান্তিপূর্ণ...